বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যানের বৈঠক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে. আল ফয়সালের বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠককালে তারা উভয় দেশের বিভিন্ন বিষয় বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এসময় এসকল খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে কোম্পানির হেড অফিস সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।

টিএইচ