বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আগামী বাজেটে সহায়তা করবে এডিবি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী বাজেটে সহায়তা করবে এডিবি : অর্থমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সহায়তা করবে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। মঙ্গলবার সকালে সচিবালয়ে দাতা সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷ 

অর্থমন্ত্রী বলেন, ‘এডিবির সঙ্গে আগাগোড়াই বাংলাদেশের সম্পর্ক ভালো। বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।’

দেশের অর্থনীতিতে দাতা সংস্থাটির ইতিবাচক ভূমিকায় সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বাংলাদেশকে নিয়ে নতুন করে সংস্থাটি নেতিবাচক কোনো মূল্যায়ন করছে না। এডিবির বার্ষিক সাধারণ সভায় বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হবে।’

তবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।

টিএইচ