রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১
The Daily Post

ঈদের লম্বা ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ঈদের লম্বা ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না : অর্থ উপদেষ্টা

এবারের ঈদ ঘিরে টানা ৯ দিনের লম্বা ছুটি থাকলেও এ কারণে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ঈদের টানা ৯ দিন ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোন স্থবিরতা তৈরি হবে না। এ সময় উপদেষ্টামণ্ডলীর বেশির ভাগ সদস্য ঢাকায় থাকবে।

কিন্তু, ঈদ উপলক্ষে অনেক সচিবই দেশের বাইরে যাচ্ছেন ছুটি কাটাতে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তমূলক কাজে ব্যাঘাত ঘটবে কি না, তেমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সচিবরা দেশের বাইরে গেলেও কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেওয়া যায়।

টিএইচ