সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

করপোরেটমুক্ত হলে দেশের গণমাধ্যম স্বাধীন হবে : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

করপোরেটমুক্ত হলে দেশের গণমাধ্যম স্বাধীন হবে : মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সংবাদপত্র যেন সত্য কথা তুলে ধরতে পারে, সে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের গণমাধ্যম করপোরেট গণমাধ্যম। যত দিন গণমাধ্যম করপোরেটের অধীনে থাকবে, তত দিন স্বাধীন হবে না। বাংলাদেশের গণমাধ্যম করপোরেটমুক্ত হওয়া উচিত।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী। পরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এবং নীলফামারী ও সৈয়দপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দর থেকে আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জের জাফরপাড়ার উদ্দেশে রওনা দেন।

সংবিধান সংশোধনের ব্যাপারে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধনের ম্যান্ডেড নেই।

তারা প্রস্তাব তৈরি করছে। এই প্রস্তাব গ্রহণ করবে পার্লামেন্ট অর্থাৎ জনগণ এবং সেটা আগামী সংসদ ঠিক করবে।

সংস্কারের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, সংস্কার অনেক দরকার। সে ক্ষেত্রে দেশের সংস্কার করতে গিয়ে যেন গভর্ন্যান্সের ক্ষতি না হয় এবং শাসনতন্ত্র ঠিকমতো হচ্ছে কি না সেটাও দেখার বিষয়।

এ সময় ছাত্র আন্দোলনে আহতদের আন্দোলন করতে হচ্ছে কেন সে প্রশ্নও রাখেন তিনি। এ সময় তিনি একসঙ্গে সংস্কার ও রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বাংলাদেশের এলিট শ্রেণিকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষকে গুরুত্ব দিয়েছে বলে তিনি মনে করেন না। যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, বেশির ভাগই সুযোগসন্ধানী বলেও মনে করেন তিনি।

টিএইচ