সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

রাজধানী কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে লামিয়া (২) ও আব্দুর রহিম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত মোস্তফা আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে তিনি বলেন, ‍‍`খেলতে গিয়ে তারা ২জন ছাদ থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।‍‍`

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।

টিএইচ