সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কেরাণীগঞ্জে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

কেরাণীগঞ্জে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

ঢাকার কেরাণীগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোডিং মার্কেটের একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ওবাইদুল জানান, রামেরকান্দা বোর্ডিং এ বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

কেরাণীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রোহিতপুর বোডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মৃতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

টিএইচ