রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৪

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৪

রাজধানীর কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগ এলাকায় কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনে পুড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে। নিহতরা নিহতরা হলেন,  জেসমিন আক্তার রাত্রি (৩০) মেয়ে ইশা (১৮) মিনা আক্তার (২০) ও তার মেয়ে তায়েবা (১.৫)। তাছাড়া মিনার স্বামী সোহাগসহ তিনজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঢাকা দক্ষিণ সামসুজ্জুহা জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগলেও তারা ৪ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত অবস্থায় ৪ জনসহ সহ ৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সর্বমোট এক লাখ ত্রিশ হাজার টাকার অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমসহ পুলিশ, র‍্যাব ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।

টিএইচ