বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

খাদ্য ঘাটতি পূরণে একটা দেশের উপর নির্ভর করা যাবে না : খাদ্য উপদেষ্টা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

খাদ্য ঘাটতি পূরণে একটা দেশের উপর নির্ভর করা যাবে না : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চালের মজুদ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে দেশে ২২ লাখ টন চাল মজুদ আছে। তা ৩০ লাখ টনে উন্নীত করার কার্যক্রম চলছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে সরকার টু সরকার ভিত্তিতে আমদানি করার উদ্যোগ নেয়া হচ্ছে।

বলেছেন, দেশের গমের চাহিদা ৭০ লাখ টন। কিন্তু দেশে গম উৎপাদন হয় ১০ লাখ টন। বাকী গম বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়।

রোববার সকালে আশুগঞ্জ উপজেলার চরচারতলা মেঘনা নদীর তীরে নির্মাণাধীন স্টিল রাইস সাইলোর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মেলাই না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সাথে দেড় লাখ টনের চুক্তি আছে। আশা করা তা দ্রুত দেশে আসবে। তাছাড়া খাদ্যের ব্যাপারে কোন একটা দেশের উপর এককভাবে নির্ভর করবো না। খাদ্যের যে টুকু ঘাটতি আছে অন্যান্য দেশ থেকে আমদানি করে পূরণ করার চেষ্টা করছি।

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক, জেলা প্রশাসক মো. দিদারুল আলম, পুলিশ সুপার মো. জাবেদুর রহমান, আশুগঞ্জ সাইলো অধিক্ষক খন্দকার সিরাজুস সালেকীন, উপপ্রকল্প পরিচালক মো. রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ