বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

নিজস্ব প্রতিবেদক

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল আরও ৩ মাস

অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের নতুন মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই বাড়তি মেয়াদ গত ১৫ মার্চ থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

গুম কমিশন, যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের অভিযোগ তদন্ত করছে। কমিশনের মূল মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর, তবে তদন্তের অগ্রগতি বিবেচনায় মেয়াদ বাড়ানো হয়েছে।

গত ৫ নভেম্বর কমিশন জানায়, তাদের কাছে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৮৩টি অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। র‌্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ রয়েছে। এ পর্যন্ত কমিশন ১৪০ জনের সাক্ষাৎকার নিয়েছে।

এই মেয়াদ বাড়ানোয় কমিশন এখন ৩০ জুন পর্যন্ত প্রতিবেদন জমা দিতে পারবে। গুমের ঘটনাগুলো তদন্তে আরও সময় পাবে কমিশন, যা ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টিএইচ