বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। গত এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো।

আজ শনিবার সকাল পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত মঙ্গলবার গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনের বেজমেন্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক মানুষ।

টিএইচ