শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গুলিস্তানের বিস্ফোরণ গ্যাস থেকে হয়নি: তিতাস পরিচালক

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানের বিস্ফোরণ গ্যাস থেকে হয়নি: তিতাস পরিচালক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণ গ্যাস থেকে হয়নি বলে জানিয়েছেন তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. সেলিম।

বুধবার (৮ মার্চ) দুপুরে গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রকৌশলী মো. সেলিম বলেন, ভবনটিতে আমাদের একটি রাইজার পেলাম। কিন্তু রাইজারটি ক্ষতিগ্রস্ত হয়নি, অক্ষতই রয়েছে। এ ছাড়া গ্যাস ডিটেক্টর মেশিনে যে আলামত পাওয়া গেছে, তাতে বিস্ফোরণ হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। জিরো রেটিং পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে তিতাস গ্যাসের পক্ষ থেকে আমরা বলতে পারি বিস্ফোরণটি গ্যাস থেকে হয়নি।

এর আগে, মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

টিএইচ