শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চাই না : সিইসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চাই না : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের প্রধান সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, তারা ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চান না। তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা করা হতে পারে।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন।

এ সময় সিইসি বলেন, “ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল (তফসিল) ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি, সেইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।”

এছাড়া, জাতীয় নির্বাচন সম্পর্কে সিইসি জানান, নির্বাচন প্রস্তুতির কাজ প্রধান উপদেষ্টা ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন বলে তিনি উল্লেখ করেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা তাদের কাছে নির্বাচনী প্রস্তুতির সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা আমাদের সহায়তা করতে চান।”

এ সময় সিইসি আরো জানান, নির্বাচনের বিভিন্ন বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তারা আমাদের ডেমোক্র্যাটিক ট্রানজিশন সাপোর্টে সহায়তা করতে চেয়েছেন।

এ ছাড়া সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কোন আলোচনা হয়নি।

টিএইচ