সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশে বাইরের চাপ আছে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশে বাইরের চাপ আছে: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, তিস্তা প্রকল্প ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর। এ প্রকল্প নিয়ে বাংলাদশের ওপর ভূরাজনৈতিক চাপ আছে। তবে এটি বাংলাদেশের ইচ্ছার বিষয়, বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্পের উদ্যোগ নিবে।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস পরবর্তী সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রশ্নত্তোর পর্বে চীনা রাষ্ট্রদূত বলেন, ‍‍` চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ আমাদেরকে প্রস্তাব দিয়েছে। ফলে বাংলাদেশের পানি সমস্যার সমাধানের বিষয়টি মাথায় রেখে চীন তিস্তা প্রকল্প করতে ইচ্ছুক। আমরা হাজার বছর ধরে পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। ‍‍`

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে না ৷ আমরা এখানের সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্থিতিশীলতা চাই। 

তিনি বলেন, আমার মত হচ্ছে উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা দরকার। আমরা আশা করি এদেশে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে যাতে আর্থ-সামাজিক উন্নতি অব্যাহত থাকে।

রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ৯ কোটি ৬০ লাখ সদস্য রয়েছে। এটা বিশ্বের সব চেয়ে বড় পার্টি। এবারের কংগ্রেস এই পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। এই নেতৃত্বে রয়েছেন শি জিন পিং। মার্ক্সবাদকে ভিত্তি করেই চীন এগিয়ে চলেছে। সিপিসি মার্ক্সবাদের মূল ভিত্তি ধারণ করে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নের জবাবে লি জিমিং বলেন, ‍‍`আমাদের প্রধান লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন। আমাদের বৈঠকের পর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। 

বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই চীনের বন্ধু, ফলে এই সংকটের একটি বন্ধুত্বপূর্ণ সমাধান চীনের লক্ষ্য। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দ্রুত ঘটুক এটা অনেকেই চায় না। তাদের বাণিজ্যিক স্বার্থ এখানে জড়িত। ‍‍`

সেমিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‍‍`এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা চীনের প্রতিশ্রুতি, তারা শান্তি চায়। অর্থনৈতিক সম্বৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে তারা বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেও চীন ব্যাপকভাবে ভূমিকা রাখছে। ‍‍`

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া। উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উপদেষ্টা খালেকুজ্জামানসহ প্রমুখ।

টিএইচ