বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

ততৃীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১১২টি উপজেলায় এক হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সমন্বিত তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। ৫ মে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বাগেরহাট : বাগেরহাটের ৩টি উপজেলায় ৩০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছন। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রার্থীরা অনলাইনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়ন দাখিল করেছেন। জেলার মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মোংলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মো. ইব্রাহিম হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ও সবুজ হাওলাদার পিঞ্জু। এছাড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শরণখোলয় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও মো. আসাদুজ্জামান মিলন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। করিমগঞ্জ উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফারহানা আলীর কার্যালয়ে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন। 

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- করিমগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হান্নান মোল্লা, কিশোরগঞ্জ জেলা আ. আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. মোজাম্মেল হক মাখন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, করিমগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. এমরান আলী ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা আ.লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান, কিশোরগঞ্জ জেলা চেম্বার অফ কমার্সের সদস্য শফিউল আলম জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফজলুর রহমান রাজু ও জেলা পরিষদের বর্তমান সদস্য ডা. সোহাগ মিয়া। এছাড়াও জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খাঁন দিদার, গণতন্ত্রী পার্টি থেকে দিলোয়ার হোসেন ভূঁইয়া নানক।

নারী ভাইস চেয়ারম্যান পদে করিমগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, কাদিরজঙ্গল ইউনিয়নের নারী সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রেজিয়া পারভীন, উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান দিলোয়ারা বেগম ও মোসা. রিনা আক্তার। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.যুবলীগ নেতা গোলাম মোহাম্মদ সুজন, করিমগঞ্জ পৌর আ.লীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনজিল মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য রফিকুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জামাল উদ্দিন ফকির।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান ৫ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আ.লীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সফিউল ইসলাম আলম, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতারুজ্জামান আকন্দ শাকিল, সাবেক উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. খয়বর হোসেন সরকার মওলা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জাতীয় পার্টির সহসভাপতি মোস্তফা মহসিন সরদার, জাতীয় পার্টির সাবেক এমপি মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, মো. সাজ্জাদ হোসেন লিখন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, আ.লীগ নেতা দুর্লভ মণ্ডল, মো. এরশাদ আলী সূর্য্য। 

সাদুল্লাপুর (গাইবান্ধা) : সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে ১৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছে। চেয়ারম্যান পদে অ্যাড. এম এ ওয়াহেদ মিয়া, ফজলুল হক রানা, আজিজার রহমান বিএসসি, সাইদুর রহমান মুন্সি, এসএম খাদেমুল ইসলাম খুদি, রেজাউল করিম রেজা, নুর আজম মন্ডল নিরব, সাহীন আলম। ভাইস চেয়ারম্যান পদে মোন্তেজার রহমান চঞ্চল, নুর আলম মন্ডল, মিজানুর রহমান, শাহ আলম, আসকালাম আকন্দ, এনামুল হক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা বেগম, আকতার বানু লাকী, লাভলী বেগম, আর্জেনা বেগম।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র (অনলাইনে) জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিকী, বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম (জুয়েল সিকদার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশ্রাফ আলী হাওলাদার ও ঢাকাস্থ পটুয়াখালী জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি মো. আবদুস ছালাম খাঁন। 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম (লোটাস সিকদার), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম (সোহাগ মৃধা), মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এস এম রাসেল মোল্লা ও মো. দুলাল, মো. ওমর ফারুক শাওন, আমেরিকা প্রবাসী মো. নুরুজ্জামান ও মো. রিপন। 
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হাচিনা বেগম, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. আয়শা সিদ্দীকা ও পটুয়াখালী জেলা আ.মহিলা লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুবা মোর্শেদা (রানু)। 

রামু (কক্সবাজার) : রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগকৃত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো এবং মো. ইউসুফ। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, চাকমারকুলের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ, গর্জনিয়ার সাংবাদিক নেজাম উদ্দিন, মো. আবদুল্লাহ ও কায়সার কামাল চৌধুরী শিমুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী। রামু উপজেলা  নির্বাচন অফিসার  এসএম মহীউদ্দীন মনোনয়ন পত্র জমার বিষয়টি  নিশ্চিত করেন। 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।  চেয়ারম্যান পদে, বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, আ.লীগ নেতা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, আ.লীগ নেতা অ্যড. মো. চাঁন মিয়া, যুবলীগ নেতা মো. নুরুল আমিন ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে সোনাধন দে, মো. তাজির উদ্দিন, নূর হোসেন মো. আব্দুল্লাহ, মো. রাসেল মিয়া, মো. আবুল কালাম, শরীফ আহমদ, মো. আবু বকর সিদ্দিক, মো. জিয়াউর রহমান, মো. বশির আহমদ ও জে ইউ সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝরণা রানী দাশ, লাইলী বেগম, বেগম শামসুন্নাহার ও মোছা. শিরিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাণীনগর(নওগাঁ): রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সদস্য রাহিদ সরদার, আ.লীগ নেতা আনোয়ার হোসেন বিএ, আসাদুজ্জামান আসাদ, সুজিত কুমার সাহা, আসাদুজ্জামান পলাশ, মির মোয়াজ্জেম হোসেন, ইয়াকুব আলী প্রামানিক, আহসান হাবিব মিলন, গোলাম রাব্বানী এবং আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আবদুল মালেক।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মামুন হোসেন, সাদেকুল ইসলাম, মামুন হোসেন,তুষার বুলবুল, জাহাঙ্গীর আলম, প্রদ্যুত কুমার ও মামুন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, বেদেনা বেগম, রুমা বেগম, মমতাজ বেগম এবং মর্জিনা।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়া চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন অনলাইনে জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে বতর্মান উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আ.লীগের সদস্য মো. রুহুল আমিন, জাসদের কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান আলী, সাটুরিয়া উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম হোসেন, সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন এবং উপজেলা আ.লীগের সহ সভাপতি অ্যাড. মো. আব্দুল ওয়াদুদ বাবু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ফয়েজ আহম্মেদ, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, সাটুরিয়া উপজেলা আ.লীগের ড. দপ্তর সম্পাদ মো. বেলাল হোসেন, যুবদল নেতা সোহেল রানা, মো. আ. মাজেদ, আ.লীগ নেতা মোহাম্মদ কামরুল হাসান খোকন এবং অধ্যক্ষ মো. ইসহাক।

টিএইচ