বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত

নিজস্ব প্রতিবেদক

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ত্রিশালে বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকায় বাজারের সাথে ট্রাক এবং সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছে। বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।