বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

‘দেশে ফেরার চেষ্টা করলে হাসিনাকে রাশিয়া পাঠিয়ে দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

‘দেশে ফেরার চেষ্টা করলে হাসিনাকে রাশিয়া পাঠিয়ে দেয়া হবে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাকে অতিথি পাখির মতো রাশিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সংগীতশিল্পী আসিফ আকবর গান পরিবেশনের ফাঁকে বলেন, তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এসেছেন। এরপর মঞ্চে উঠে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন।

তিনি বলেন, আজকে স্বাধীন বাংলাদেশের আমরা নিজের মতো করে ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ। আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি।  

আমরা সারা দিন ঝগড়া করবো, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবো।

এর আগে গত বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফাসহ একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন৷

টিএইচ