রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাত হতেই তা প্রায় অর্ধেকে নেমে আসছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে ঠান্ডার তীব্রতায় শীত নিবারণে মোটা কাপড় না থাকায় তারা কাজের খোঁজে বের হতেই দুর্ভোগে পড়ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েক দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে গড়ে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠা-নামা করছে।

টিএইচ