বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় ভোট ২১ মে

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় ভোট ২১ মে

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৬১ পরিষদের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

সোমবার কমিশনের সভা শেষে ইসি সচিব গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ সময় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপে প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবেন। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

তিনি জানান, কমিশন উপজেলা পরিষদের চারটি ধাপে নির্বাচন করার পরিকল্পনা করেছে। সেখানে প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়েছে। আজকে দ্বিতীয় ধাপের তফসিল চূড়ান্ত হয়েছে।

সে অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ ২১ মে।

টিএইচ