খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে সাজ্জাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এডিশনাল কর্মকর্তা রাজেস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। এ সময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত পাঁচজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।