রাজধানীতে ট্র্যাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়িয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
রোদ বৃষ্টিতে ছাতা ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনা করে গত ৮ আগস্ট রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, শ্যামলী, মিরপুর-১০ ইত্যাদি এলাকায় বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা ১০০টি ছাতা ও ব্যাগ স্মারক উপহার হিসেবে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেন।
এতে তারা আনন্দে অভিভূত হয়ে যায়। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা প্রদান করছে বিজ্ঞান জাদুঘর। তরুণ প্রজন্ম জাতির এ ক্রান্তিকালে ট্র্যাফিক পুলিশের যে গুরুদায়িত্ব পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তাঁদের উৎসাহিত করতে শিক্ষার্থীদের জন্য এ প্রণোদনামূলক উদ্যোগ গ্রহণ করে।
টিএইচ