সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পরিশোধের সক্ষমতা আছে বলেই আইএমএফ ঋণ দিয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিশোধের সক্ষমতা আছে বলেই আইএমএফ ঋণ দিয়েছে : প্রধানমন্ত্রী

পরিশোধের সক্ষমতা আছে বলেই বাংলাদেশকে আইএমএফ‌ ঋণ দিয়েছে। বুধবার (২৪ মে) কাতারে ইকোনমিক ফোরামে যোগ দিয়ে এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বানও জানান সরকারপ্রধান।

তিনি বলেন, জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ভোট দেওয়া জনগণের অধিকার। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না হলে থাকব না।

টিএইচ