রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
The Daily Post

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, হবে ‘আনন্দ শোভাযাত্রা’

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, হবে ‘আনন্দ শোভাযাত্রা’ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়।

এবারের শোভাযাত্রায় নতুন করে যুক্ত হবে ফ্যাসিবাদের মুখাকৃতি। যার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। মূলত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাকৃতি তৈরি করা হয়েছে, যার দুপাশে শিং থাকবে।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশে থাকা ২৮টি জনগোষ্ঠী।

এর আগে, গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে।

আয়োজনে যা আছে:

ফ্যাসিবাদের মুখাকৃতির পাশাপাশি শোভাযাত্রায় থাকছে বড় আকৃতির ইলিশ মাছ, বাংলার বাঘ ও পায়রার উচ্চতা হবে ১৬ ফুট। সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ আর শান্তির পায়রার নির্মাণকাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন শিল্পীরা। বাঁশ-কাঠের কাজ প্রায় শেষ। চারটি মোটিফের পাশাপাশি মীর মুগ্ধের স্মৃতি স্মরণ করে একটি পানির বোতলও তৈরি করা হতে পারে।

তবে কোন মোটিফ শেষ পর্যন্ত থাকবে কিংবা কোন মোটিফ কীভাবে উপস্থাপন করা হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছিলেন চারুকলার ডিন।

শোভাযাত্রার কাজের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, হাতি, বাঘ, পেঁচাসহ পশুপাখির মুখোশও থাকবে। চারুকলা প্রাঙ্গণে এখন সেসব মুখোশ তৈরি হচ্ছে।

এছাড়া চারুকলার সীমানা প্রাচীর সাজানো হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী শখের হাঁড়ির নকশা দিয়ে। ফুল-পাখি-লতাপাতা দিয়ে নান্দনিক করে তোলা হচ্ছে প্রাচীরের গা।

টিএইচ