বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।
শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
তিনি জানান, আরও ৭০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাইবাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটিতে ফেরত যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এতে আরও বলা হয়েছে, এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সামিট ছাড়াও মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘদিনের সমাধানে এটি একটি বড় পদক্ষেপ। মূল তালিকার বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে যাচাইবাছাই করে দ্রুত ফেরত নেয়া হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার।
এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয়টি ব্যাচে রোহিঙ্গাদের মূল তালিকা দিয়েছিল বাংলাদেশ।
টিএইচ