সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রধানমন্ত্রীকে টনি ব্লেয়ারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে টনি ব্লেয়ারের অভিনন্দন

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন চিঠিতে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ উন্নয়নই নির্বাচনের ফলাফলে আপনার নেতৃত্ব ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে।’

বর্তমানে টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নেতৃত্বে থাকা টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের সাফল্যের গল্প বহুমুখী; যা শক্তিশালী রপ্তানি খাত, সমৃদ্ধ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং তরুণ ও শিক্ষিত জনশক্তির গতিশীলতা দ্বারা চালিত।

তিনি বলেন, ‘নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে বাংলাদেশের রূপান্তরমূলক যাত্রা জনগণের কল্যাণে আপনার অঙ্গীকারের সাক্ষ্য হিসেবে প্রতীয়মান।’

তিনি আশা করেন, ‘আপনার পরবর্তী মেয়াদ শুরু করার সঙ্গে সঙ্গে আমি আত্মবিশ্বাসী- বাংলাদেশ উন্নতি অব্যাহত রাখবে, নতুন মাইলফলক অর্জন করবে এবং সুশাসনের জন্য বৈশ্বিক মানদণ্ড স্থাপন করবে।’

ব্লেয়ার বলেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শেখ হাসিনা ও তার প্রশাসনকে সমর্থন করতে আগ্রহী। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং আবারও তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন।

টিএইচ