মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
The Daily Post

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

বিশ্বব্যাপী স্ট্যাইক কর্মসূচির অংশ হিসাবে সোমবার (৭ এপ্রিল) সারা দেশে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করে। এ সময় গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ, ফিলিস্তিনের পক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমর্থনের দাবি, ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর : দিনাজপুর গোর এ শহীদ বড়ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্র জনতার এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে দিনাজপুর রেল স্টেশন চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে ফিলিস্তিনের নির্যাতিত জনগণসহ মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। মিছিলের পূর্বে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সোহরাব হোসাইন, মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান, মুফতি মুহাম্মদ শোয়াইব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলকে বয়কট ও তাদের পণ্য বর্জনের আহ্বান জানান। ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় হতাশা প্রকাশ করেন বক্তারা।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইসরাইল ও ট্রাম্প বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল। গোপালগঞ্জ মেডিকেল শিক্ষার্থী তানজিম আশরাফ সাদীর নেতৃত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তারদের আয়োজনে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশটি একাডেমিক ভবন থেকে শুরু হয় মেডিকেল কলেজ হাসপাতাল প্রধান গেট হয়ে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে ইসরাইল আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং প্যালেস্টাইনের মুক্তির পক্ষে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। পরে ফিলিস্তিনি জনগণের জন্য মোনাজাত করা হয় এবং ইসরাইল ও আমেরিকান পতাকায় আগুন দিয়ে পোড়ানো হয়। এছাড়া এদিন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। জেলার অন্য উপজেলায়ও অনুরুপ কর্মসূচি পালন করে।

বরিশাল ব্যুরো : নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালে ছাত্র জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করে তারা। এ সময় একটি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়। এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইনের ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব ক্লাস ও পরীক্ষা বর্জন কলেছে বলে জানিয়েছেন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা বড় বাজার এবং সরকারি কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গার সচেতন জনগণ। বিক্ষোভে হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক গণজমায়েত সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে ইসরায়েলি দখলদারিত্ব, আগ্রাসন ও মানবতা বিরোধী গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করার দাবি তোলেন। তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল; ইসলামি ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি এস এম ফাহিম; ইন্তিফাদা ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি সাফায়েত আদনান; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব ফাহিম উদ্দীন, মুখ্য সংগঠক আকাশ এবং মুখপাত্র আনজুম হাবিবা।

ফেনী : বাদ আসর জেলা কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এদিকে বাদ যোহর জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এর আগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলে ফেনী সরকারি কলেজ, মহিপাল সরকারি কলেজ, হাজারী কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আইসিএসটি, ফেনী ইউনিভার্সিটি ও ফেনী সরকারি পাইলট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসন এবং মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এ গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার জোর দাবি জানান।

যশোর ব্যুরো: শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইসরাইল নিপাথ যাক’-এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর। এদিকে সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, লেখক, গবেষক, দার্শনিক বেনজীন খান প্রমুখ বক্তব্য রাখেন।

নরসিংদী: নরসিংদী শহরের শিক্ষা চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে নরসিংদী জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর আমীর আজিজুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুহুল আমীনসহ নেতারা। অপর দিকে নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়। নরসিংদী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়।

ময়মনসিংহ : বিশ্ববাসীদের গাজাবাসীর আহ্বানের প্রেক্ষিতে  ময়মনসিংহে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাদ যোহর  বড় মসজিদ চত্বরে ইত্তেফাকুল ওলামার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফিজীর সভাপতিত্বে সর্বস্তরের  মানুষের অংশগ্রহণে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে  ইসরাইলের পণ্য বয়কট নানা  স্লোগানে মুখরিত  হয় সমাবেশের স্থল। সকালে ময়মনসিংহ নগরীর  টাউন হল মোড়ে  ছাত্র-তৌহিদী জনতা গাজায় হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে সব শ্রেণির পেশার মানুষ আজকে মিছিলে অংশগ্রহণ করে  এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের পক্ষে সমবেদনা জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। এছাড়াও ময়মনসিংহের সব উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্যাঞ্চল : গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুনরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। এসময় ফিলিস্তিনে মানুষ মরে-জাতিসংঘ কি করে, মুসলমানের রক্ত-বৃথা যেতে দেব না, স্লোগানে উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ির বিভিন্ন জনপদ। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে। সমাবেশে রাকিব মনি ইফতি, আমিনুল ইসলাম বাবু, ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের পণ্য বয়কট করার আহ্বান জানান। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দিন জেলার রামগড়, দীঘিনালা, মানিকছড়িও পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সর্বস্তরের তৌহিদী জনতা।

পাবনা : পাবনা জেলা স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান খান, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন, বৈষম্যবিরোধী  ছাত্র  আন্দোলনের মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম-সদস্য সচিব মো. শাওন হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণ, ছাত্র জনতার আন্দোলনে চোখ হারানো সাজ্জাদ হোসেন অনিক, পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এম এইচ অনিকসহ প্রমুখ। বিক্ষোভ মিছিলে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীনের জন্য মুসলিম ঐক্যের ডাক দেয়া হয় এবং জিহাদের জন্য ডাক দেয়া হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতারা একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ তৈরি করার আহ্বান জানান।

পত্নীতলা (নওগাঁ) : উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আখতার ফারুক, ইসলামী আন্দোলনের থানা সেক্রেটারী নাজিমুদ্দিন, ছাত্রদল নেতা রাকিবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মারুফ মোস্তফা, আলহেরা পাড়া আল-আকাবা জামে মসজিদের খতিব মাও. রবিউল হক, নজিপুর-সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাও. মোখলেছুর রহমান প্রমুখ।

পূবাইল (গাজীপুর) : নগরীর পূবাইল মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবিত হয়। তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়। পরিশেষে সারা ফিলিস্তিন মুসলমানদের মুক্তিও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

কালিয়াকৈর (গাজীপুর): ছাত্র জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর ‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

ভৈরব (কিশোরগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব ঈমাম উলামা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুবেল  হোসেন, ভৈরব  বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি সিয়াম মিয়া প্রমুখ। এ সময় তারা ইসরাইলী পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে ড. মোহাম্মদ ইউনূসকে সারাবিশ্বের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠনের অনুরোধ জানান। তাছাড়া তারা আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। শুধু তাই নয় ভারতে ও মুসলমানদের জমি দখলের চেষ্টা চলছে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।

কয়রা (খুলনা) : উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে কয়রা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাও. মিজানুর রহমান, সেক্রেটারি মাও. শেখ সাইফুল্লাহ, নায়েবে আমির মাও. রফিকুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর হোসেন, মাও. সুজাউদ্দিন, জামায়াত নেতা মাও. মাসুদুর রহমান, মিজানুর রহমান, নুরুজ্জামান, মোস্তাকিম বিল্লাহ, মাও. মোমিনুর রহমান, রোকনুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, যুদ্ধ বিরতি লংঘন করে যুদ্ধবাজ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসী হামলায় প্রতিদিন ফিলিস্তিনের গাঁজায় শিশুসহ অসংখ্য নিরীহ নারী পুরুষদের হত্যা করা হচ্ছে। ইসরাইলের আগ্রাসী বাহিনীকে রুখতে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে সমাবেশে বক্তারা হুশিয়ারি দেন।

দুমকি (পটুয়াখালী) : দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুমকি উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য রায়হান, ইমতিয়াজ, দুমকি উপজেলা শিবিরের সভাপতি মাসুদুর রহমান, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম মৃর্ধা ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রটারি খালিদ হাসান মিলু প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণন করে কর্মসূচি সমাপ্ত হয়।

কালীগঞ্জ (লালমনিরহাট) : উপজেলার সর্বস্তরের মানুষের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুষভাণ্ডার সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে করে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরওয়ার জাহান রাফিন, তুষভাণ্ডার বাজারে ব্যবসায়ী মুনতাসির রহমান রিপন, হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সাংবাদিক মানবাধিকার কর্মী সাব্বির আহমেদ লাভলু।
সমাবেশে বক্তারা গাজায় বিচারে গণহত্যা বন্ধের দাবি করেন এবং ইসরাইলী পণ্য বর্জনের সবাইকে আহ্বান জানান।

নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ এলাকায় উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতারা জড়ো হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে শতশত জনতা ও বিভিন্ন সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকীয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা,গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় নাগরপুরবাসীও রাজপথে বিক্ষোভে নেমে এসেছে।

ইবি : বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে মিছিলটি প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ সমবেত হয়। মিছিলে শিক্ষার্থীরা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি আবু ইউসুফ, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সেক্রেটারি সাজ্জাদ সাব্বিরসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ জনগণ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): উপজেলা সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যাচ্ছেন।  কেদ্রয়ী শহীদ মিনারে  সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় সকল প্রকার ইসরাইলী পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান রাখা হয়। ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক গত কয়েকদিনের আগ্রসন, গণহারে মুসলিম হত্যা, ধ্বংস যজ্ঞের প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশে ও এর বিরোপ প্রভাব পড়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছল ও সমাবেশ করে যাচ্ছেন।

পলাশবাড়ী (গাইবান্ধা) : বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাফেজ মাও. আসাদুজ্জামান আসাদ, হাফেজ মাও. আতিকুর রহমান, গোলজার রহমান, রাজিব আহম্মেদ, জাহিদ হাসান, শিক্ষার্থী মোছা. নুসাইরা আকতার, রুবাব, অর্ণব আহম্মেদ, সাজিদ হাসান, সামিদ, তামজিদ হাসান, হাসিম প্রধান ও শেখ মাসুদ রানা প্রমুখ। এ বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফুর্ত ছাত্র জনতা অংশ নেয়।  বক্তারা বলেন, ইসরাইলী যদি এখনও গণহত্যা-হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব এর সঠিক জবাব দিবে। তাই ফিলিস্তিনের গাজা এবং রাফায় মুসলিমদের উপর ইসরাইলীর সন্ত্রাসী বাহিনীর অমানবিক বর্বতা-গণহত্যাসহ হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : বাদ জোহর উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে খাদেমুল ইসলাম বাংলাদেশ। পরে তাদের সঙ্গে মিছিলে যুক্ত হয় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি উপজেলার চৌরঙ্গী মোড়সহ আরও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো, করতে হবে’ ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দাও, বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী,বয়কট বয়কট, ইজরাইল বয়কট সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। সমাবেশে খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি তাসনিম, মাওলানা আব্দুল ওহাব শেখ প্রমুখ।

চৌহালী (সিরাজগঞ্জ) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে চৌহালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন বিভিন্ন সংগঠন ও সাধারণ জনতা। বেবিষ্ঠান থেকে মিছিলটি বের হয়ে চৌহালী উপজেলা চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের চৌহালী উপজেলা শাখার সভাপতি হাজী আবদুল ছাত্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী সিকদার, সহ সভাপতি মো. আলমাছ আলী মণ্ডল প্রমুখ। এসময় বক্তরা বলেন, ইসরায়েলিরা গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করছে। আজ মানবতা কোথায়। এই হত্যা বন্ধ করা না হলে ইসরায়েলি সকল পণ্য বয়কট করা হবে। পরিশেষে মুসলিম বিশ্ব ও বিশ্ববাসীদের গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহ্বান জানান বক্তরা।

ভালুকা (ময়মনসিংহ) : উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সমপ্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার সমস্যা। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এসময় বিক্ষোভকারীরা আল্লাহু আকবার ধ্বনিসহ ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়েলি সব পণ্য বয়কটের ডাক দেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : জোহরের  নামাজের পর পাকুন্দিয়া মডেল  মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঈসা খাঁ রোড মটখলা রোড সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে শান্তি প্রিয় জনতার এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।

ভাঙ্গুড়া (পাবনা) : ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হুরায়রা বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ। যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয়। শেষে মিছিল সংক্ষিপ্ত বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল অংশ নেন উপজেলা খেলাফত মজলিসের যুব বিভাগের পৌর সভাপতি মুফতি মো.আবদুল্লাহ, জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. সাদিক, উলামা পরিষদ পাবনা জেলার সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান নোমানী, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হাই নমিনি, মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক মিয়াজী, অনুষ্ঠান শেষে দোয়া করেন খেলাফত মজলিস ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মুফতি জয়নুল আবেদীন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে  ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে জামতলা মেড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, খেলাফতে মজলিসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান জাওহারী ও ছাত্র নেতা ইয়াকুব আলী শ্রবণ প্রমুখ বক্তব্য রাখেন।

উলিপুর (কুড়িগ্রাম) : তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদুল হুদার সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদার সামনে এসে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যানারে উপস্থিত হয়। তৌহীদি জনতার পক্ষে মাহফুজর রহমানের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী শাহাদত বীন সাফী , পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুদুর রহমান, চিলমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ জামায়েত ইসলামি উলিপুর উপজেলা শাখার মাওলানা মশিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, শিক্ষার্থী মুকুট ও বিথী।

নারায়ণগঞ্জ : নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা চাষাড়ার গোল চত্বরে এসে জড়ো হয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্র-জনতার সঙ্গে একাত্বতা ঘোষণা করে এই বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সাধারণ জনতা। এ সময় তারা বলেন- মুসলমান দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে হবে। তারা যেভাবে নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু তাই নয় তারা মুসলমানদের শত্রু তাই শত্রুর মোকাবিলা করত আমাদের প্রস্তুত থাকতে হবে।

নাটোর : নাটোরের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্বতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিশ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের আমির অধ্যাপক ইউনুস আলী, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

শ্যামনগর : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউ যমুনা শ্রীম্প হ্যাচারীর সম্মুখে সংক্ষিপ্ত ধর্মঘটের মাধ্যমে শেষ হয়। শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি সহযোগিতায় অনুষ্ঠিত এই ধর্মঘটের আয়োজন করেন স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম। বিক্ষোভে অংশ নেয়া অংশগ্রহণকারীরা ‘মার্চ ফর প্যালেস্টাইন, ‘বন্ধ হোক, বন্ধ হোক; গাজায় গণহত্যা বন্ধ হোক’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’, ’উই ওয়ান্ট জাস্টিস, প্যালেস্টাইন জাস্টিস’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগান দেন।

টিএইচ