ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপিড়নের প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনতা। প্রতিনিধিদের পাঠানো খবর—
নাটোর : বাদ জুম্মা নাটোর শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মহল্লার বিভিন্ন মসজিদ থেকে জড়ো হতে থাকেন নেতা কর্মিরা। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের নাটোর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক ফারাহ মাহামুদ সজিব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ নেতারা। এসময় বক্তারা বলেন, এ পৃথিবীর জালেম হচ্ছে ভারত, ইসরাইল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিরতির পরও পবিত্র রমজান মাসে ইসরাঈল নিরহ ফিলিস্তিনের ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য কঠোর বার্তা দিতে উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানান। অপরদিকে ভারতের নাগপুরে নিরহ মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। পরে ইসরাঈলের সব পণ্য ক্রয় থেকে বিরত থাকারও আহ্বান জানান বক্তারা।
টাঙ্গাইল : জুমআ নামাজের পরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ও সাধারণ মানুষ। এসময় মিছিলে স্লোগান দেয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরাইল বয়কট। এসময় উপস্থিত ছিলেন, খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলামসহ তৌহিদি জনতা।
ইবি : গাজায় ইসরাইলি বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্ট এলাকার মুসল্লিরা। এতে বিশ্ব মুসলিম এক হওয়ার জন্য আহ্বান জানান তারা। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে সমবেত হন। পাশাপাশি ক্যাম্পাস সংশ্লিষ্ট শেখ পাড়ার মসজিদের মুসল্লিরা সমাবেশে শরিক হন। ইবি শাখা শিবির সেক্রেটারি ইউসুব আলী বলেন, আমরা দেখেছি নেতা নিয়াহু হামলা চালিয়ে বললো- এটা হামলা শুরু। আমি বলে দিতে চাই- আপনার দৃষ্টিতে এটা হামলা শুরু হতে পারে তবে দ্ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই- এটা হামলা শুরু নয় বরং আপনাদের পতনের শুরু। আপনাদের থেকে ফেরাউন অনেক শক্তিশালী ছিল, তারাও ধ্বংস হয়েছিল। আপনাদের ধ্বংস অনিবার্য। আমি বিশ্বনেতার প্রতি বলতে চাই- আল্লাহর গজব আসার আগে আপনারা সাবধান থাকতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে থাকার তাওফিক দিক।
দিনাজপুর : বাদ জুম্মা দিনাজপুর স্টেশন চত্বর হতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালদহপট্টিতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশপিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, অফিস সম্পাদক সাদেকুল ইসলাম মুন্না, হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াজ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, সাহিত্য সম্পাদক রেজওয়ানুল হক, ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর সভাপতি রাসেল রানা, সেক্রেটারি সুমন আলী, পৌর পশ্চিম সভাপতি নুর ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি রায়হান সিদ্দিকসহ ছাত্রশিবিরের অন্য নেতাকর্মী অংশগ্রহণ করে। সমাবেশ থেকে অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ভূরুঙ্গামারীর সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ বিরতি ভেঙে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে। এতে গত দু’দিনে শিশুসহ এক হাজারের অধিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ভারতে হোলি উৎসবে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া ভারতে দীর্ঘদিন যাবত মুসলিম বিরোধী আগ্রাসন চলমান রয়েছে। ইসরাইল ও ভারতে মানবতাবিরোধী কর্মকাণ্ড চলছে। ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
তিতাস (কুমিল্লা) : বাদ জুমার নামাজের পরে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনীদের পক্ষে এই বিক্ষোভ মিছিল বের করে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি বাতাকান্দি সড়কে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভ সমাবেশে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন উত্তর আকালিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাওলানা আনিসুর রহমান, বাতাকান্দি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা সাইফুল ইসলাম ও মো.আবু সাঈদ প্রমুখ।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা। পরে জালেম ইসরাইলের আগ্রাসনের হাত থেকে মজলুম ফিলিস্তিনীদের রক্ষার্থে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : তৌহিদি জনতা ও ছাত্র সমাজের আয়োজনে জুম্মা উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক শিবির নেতা আব্দুল হালিম রানা, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সিদরাতুল সবুজ, নাগরিক কমিটির সদস্য নাজমুল ইসলাম লাভলুসহ আরও অনেকে। এ সময় বক্তারা ভারত ও ইসরাইলে মুসলমানদেও উপর অমানবিক অত্যাচার ও হত্যার তীব্র নিন্দা জানান, সেই সাথে সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকারিভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
পত্নীতলা (নওগাঁ) : উপজেলা ওলামা মাশায়েখ ছাত্র ও তাওহীদি মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলী বর্বরতা ও ভারতের নাগপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ‘সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে। বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম, আলহেরা পাড়া আল-আকাবা জামে মসজিদের খতিব মাও. রবিউল হক, নজিপুর-সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাও. মোখলেছুর রহমান প্রমুখ।
দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালা উপজেলা বিভিন্ন মসজিদের মুল্লিরা মসজিদের সামন থেকে ইসলামিক ছাত্র রাজনৈতিক দল, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, ধর্মীয় সমাজিক ও সর্বস্তরের মুসল্লি ব্যনারের স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিন্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে তাওহিদী জনতার প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলগুলো দীঘিনালা উপজেলার দীঘিনালা কলেজের সমানে উপজেলা প্রশাসনের হলুদ চত্বরের প্রতিবাদ সমাবেশে যোগদান করে। দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. মো. জামালুল হাসান জামিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা) সভাপতি মো. আশরাফুল আলম, বোয়ালখালী বাজার জামে মসজিদের ইমাম হযরত মাও. হাবিবুর রহমান, হাচিনসন পুর জামে মসজিদের ইমাম হযরত মাও. আরমান রহমানী এবং পূর্ব হাসিনসনপুর জামে মসজিদের ইমাম হযরত মাও: কাওসার আজিজী বক্তব্য রাখেন।
বড়াইগ্রাম (নাটোর) : উপজেলার বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, বনপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, বনপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, ডা. জাহেদুল ইসলাম, ডা. রাশেদুল ইসলাম, বিএনপি নেতা সাহাবুল আলম ও বনপাড়া পৌর জামায়াতের আমির মীর মহিউদ্দিন বক্তব্য রাখেন।
ববি : মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এক নাম্বার গেট দিয়ে বেরিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ‘জায়নবাদ নিপাত যাক; ফিলিস্তিন মুক্তি পাক’, ‘নেতানিয়াহুর দুই গালে; জুতা মারো তালে তালে’, জাতিসংঘের ভণ্ডামি চলবে না; ফিলিস্তিনের রক্ত বৃথা যেতে দিব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থী ইউসুফ আলম বলেন, সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র ইসরাইল শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের শত কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা যুদ্ধাপরাধ করেছে।
ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুববিভাগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা সড়কের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুববিভাগের সেক্রেটারি নাঈম শেখ, সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় সঞ্চালনায় করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম।
ধামইরহাট (নওগাঁ) : জুমার নামাজ শেষে নীমতলী মোড় থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মিছিল শেষে ধামইরহাট থানার সামনে এক প্রতিবাদ সভায় ধামইরহাট উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাওছার হোসেন, ধামইরহাট ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ধামইরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দলনের সভাপতি মাওলানা আল-আমনি সাহাপুরি প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় বক্তারা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতনের জন্য আমেরিকা সরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ি করে বক্তব্য প্রদান করে। এসময় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান পাশাপাশি মুসলিম হত্যাকারীদের বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন।
কালাই (জয়পুরহাট) : জুম্মার নামাজ পর কালাই বাসট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসট্যান্ড এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মুসল্লিরা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলকারীরা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন। গাজার মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে পুর মাদ্রসার সুপার সাহেব আলী বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। এটা বন্ধ করতে বিশ্বনেতাদের এক হতে হবে। মুসলিম বিশ্ব যদি চায় তাহলে অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ হবে।
কাউনিয়া (রংপুর) : জুমার নামাজের পর কুর্শা ইউনিয়ন ছাত্র সমাজ ও তৌহিদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বড়ুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেইলি ব্রিজ বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় বক্তব্যে রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন মাস্টার, কুর্শা জামায়েতের ইউনিয়ন সদস্য শাহাআলম, ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী মো. মিরাজ, শরিফুল ইসলাম, উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ফেরদৌস প্রমুখ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) : মানিকছড়ি বাজার কেদ্রীয় মসজিদেন সামনে থেকে সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদ, আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমান উল্লাহ আমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন, বাজার মসজিদের খতিব মাওলানা মো. নুরুল কবির, মুফতি দিদারুল আলম কাসেমী প্রমুখ। এ সময় বক্তারা মুসলিম বিশ্বকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সমপ্রদায়ের কার্যকর পদক্ষেপের দাবি জানান। পরে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অভয়নগর (যশোর) : বাদ জুমআ অভয়নগরের উলামা ও তাওহিদি ছাত্র-জনতার ব্যানারে গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার থেকে পীরবাড়ি মাদ্রাসা প্রদক্ষিণ করে। মিছিল শেষে নওয়াপাড়া সোহরাব প্লাজার সামনে এক সমাবেশে মিলিত হোন মুসল্লিরা।
নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম হুসাইনি, শংকরপাশা বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, মাকতাবে দীনিয়াত নওয়াপাড়ার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহমদ, নওয়াপাড়া বাজার জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাশতলা আল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামসহ অন্যরা।
টিএইচ