দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, ‘শেখ হাসিনা একাত্তরের একটা বয়ান তৈরি করে ক্ষমতায় টিকে ছিলেন। তাঁর এই বয়ান তৈরিতে ভারতীয় আধিপত্যবাদের ভূমিকা রয়েছে। যে কোনোভাবে এর বিরুদ্ধে জয়ী হতে হবে।
এ জন্য বাঙালি মুসলমানের বয়ান তৈরি করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতির বয়ানের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটবে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন হবে।’
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ‘স্বৈরাচারের ১৬ বছর’ শীর্ষক কার্টুন প্রদর্শনী। গতকাল সকালে এর উদ্বোধন করেন মাহমুদুর রহমান। সেখানেই তিনি এসব কথা বলেন।
ছাত্রজনতার আন্দোলন ও আত্মত্যাগের দুটি উদ্দেশ্য ছিল জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘আমার ধারণা, এর একটি ছিল স্বাধীনতা অর্জন করা। আরেকটা ছিল সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা।’ তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব ফ্যাসিবাদের প্রতীক।
আলহামদুলিল্লাহ শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং সে তার প্রভুর দেশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না।’ বাংলাদেশের অধিকাংশ পত্রিকার মালিক এবং সম্পাদক ভারতের দালাল বলেও মন্তব্য করেন তিনি।
টিএইচ