শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বলেন, ‘ঢাকায় এসে আমি খুশি। খাবার ভালো ছিল, শপিং ভালো হয়েছে, আলোচনাও ফলপ্রসূ হয়েছে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) নামে পরিচিত। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন আমনা বালুচ এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

দুই দেশের মধ্যে এ ধরনের বৈঠক এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হলো। সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০১০ সালে, ইসলামাবাদে।

বৈঠকের আনুষ্ঠানিক আলোচনার বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, উভয় পক্ষ পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে।

সূত্র জানায়, দিনব্যাপী আলোচনার পর বিকেলে আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সূচি অনুযায়ী, তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এর আগে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান আমনা বালুচ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

টিএইচ