আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণ তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৩৮ অর্থাৎ সেখানকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ২১২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণমাত্রার স্কোর ২০৬ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
টিএইচ