এডিস মশার বিস্তার রোধে শিশু কিশোরদের নিয়ে সচেতনতামূলক বিজ্ঞান সভার আয়োজন করেছে বিজ্ঞান জাদুঘর। এ আলোকে সোমবার (৮ জুলাই) সাভারের হলিটাচ মডেল স্কুল থেকে আগত ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, অপরিকল্পিত নগরায়ন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ডেঙ্গুর বিস্তার হচ্ছে, যা’ রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতন করছে বিজ্ঞান জাদুঘর।
বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেনে কোন পলিথিন বা বর্জ্য ফেলা যাবেনা। আঙিনায় বা ড্রেনে আবদ্ধ পানি থাকা যাবেনা। এডিস মশার লার্ভা এবং প্রাপ্ত বয়স্ক মশা শনাক্ত করে তা’ নির্মূলে নিয়মিত অভিযান চালাতে হবে। জমে থাকা পানিতে যেন মশার বিস্তার না ঘটে, সেটি কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে।
প্রাত্যহিক জীবনে কঠোর পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিশু কিশোরদের জীবনযাপনে কঠোর অনুশাসন থাকতে হবে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ব্যবহারের শারীরিক ও মানসিক ক্ষতি অপরিমেয়, তা’ শিশু কিশোরদের বোঝাতে হবে। পড়াশোনায় মনোযোগী হয়ে সততা ও শুদ্ধতায় জীবন গড়তে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম। পরে বিজ্ঞান বক্তৃতায় অংশগ্রহণকারী ৩ জন শিক্ষার্থীকে বিজ্ঞান জাদুঘরের স্মারক উপহার প্রদান করা হয়।
টিএইচ