সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৯১ সালের ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস স্বীকৃতি দেয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—
পটুয়াখালী : পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালী প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া হূদয় প্রমুখ। এসময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রনয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।
নোয়াখালী : নোয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে প্রেস ক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শন ও শ্লোগান দেন সাংবাদিকরা। শোভাযাত্রা শেষে প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য ‘ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন, কবিরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম বিপ্লব।
ফেনী: ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শহরের ট্রাংক রোডে প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন। ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখার আয়োজনে সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও এস এম ইউসুফ আলী, ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক শামীম প্রমুখ। এসময় জেলায় কর্মরত অন্য গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএইচ