বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বেনজীর কোথায় আছেন জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বেনজীর কোথায় আছেন জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ কোথায় আছেন তা এখনই সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (০১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের  তিনি একথা জানান।

তিনি বলেন, বেনজীরের উপর কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে তিনি কোথায় আছেন সেটা নিশ্চিত হয়ে বলা যাবে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার বিচার দেশের আইন অনুযায়ী হবে। তবে বিষয়টি এখনো তদন্ত চলছে তিনি কোন কর ফাঁকি দিয়েছেন কিনা বা অবৈধ সম্পত্তি গড়েছেন কিনা সে বিষয়ে এখনো তদন্ত চলছে।

এসময় তিনি আরো বলেন, আমার পুলিশ বাহিনী অনেক কাজ করছে। তারা সন্ত্রাস, জঙ্গি দমে কাজ করছে কোভিড সময়ও তারা সুনামের সাথে কাজ করেছে। কোন ব্যক্তি যদি অপরাধ করে সেটার দায় কখনো প্রতিষ্ঠান নিবে না।

টিএইচ