রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায়

বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন। তিনি বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।

ঢাকা আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় কুমার ভার্মা। ১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন।

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন।

টিএইচ