শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

ভারতের ট্রানজিট সুবিধা বাতিলে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

ভারতের ট্রানজিট সুবিধা বাতিলে আইনি নোটিশ

ভারতের সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তিসহ সবধরনের সুবিধা বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি এ নোটিশ পাঠান।

নোটিশটি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সচিবদের বরাবর।

আজিজুল হক বলেন, “ভারত যখন বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে পারে, তখন বাংলাদেশেরও উচিত প্রতিদানমূলক ব্যবস্থা গ্রহণ করা। জনগণের দাবিও তাই।”

তিনি আরও জানান, সরকার যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তিনি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

আইনি নোটিশে বলা হয়েছে, ভারতের সঙ্গে বিদ্যমান বৈষম্যমূলক চুক্তিগুলো পর্যালোচনা করে তা বাতিল করা, বাংলাদেশের ভূখণ্ড ও বন্দর সুবিধার যথেচ্ছ ব্যবহার বন্ধ করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় স্পষ্ট নীতি গ্রহণ করা জরুরি।

টিএইচ