রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মদ পান : পল্টন থেকে ২ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মদ পান : পল্টন থেকে ২ যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পল্টনের কালভার্ট রোডের রুপায়ন তাজ ভবনের ৬ষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিস কক্ষ থেকে ফরহাদ (২১) ও ইমন (২৩) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের বাড়ি ভোলার লালমোহন থানায় ও ফরহাদ একই এলাকার চর কচ্ছপিয়া গ্রামের।

তারা দুজন মাতৃভূমি গ্রুপে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পল্টন থানার এসআই রাম কানাই সরকার জানান, সংবাদ পেয়ে রূপায়ন তাজ টাওয়ারের ৩ষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিসে যাই। সেখানে অফিসের দরজা ভেঙে দুই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, মরদেহ দুটির পাশে কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত হিসেবে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি তারা হয়তোবা ওই নেশাজাতীয় পদার্থ খাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। নিহতরা দুজনেই মাতৃভূমি নামক গ্রুপের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

টিএইচ