সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মিরপুরের সড়কে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মিরপুরের সড়কে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ

মজুরি বাড়ানোর আন্দোলনকে কেন্দ্র করে আজ বুধবার রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে নেমে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন।

আজ বুধবার সকালে রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন সড়কে লাঠিসোঁটা নিয়ে নামেন অনেক পোশাকশ্রমিক। বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাঁরা মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন। শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করছেন।

মিরপুর এলাকার বিভিন্ন সড়কে পোশাকশ্রমিকেরা অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। আজ সকালে একটি বাস ভাঙচুর করতে দেখা গেছে বিক্ষুব্ধ শ্রমিকদের।

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের মিরপুর এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে তাঁরা পোশাকশ্রমিকদের বিক্ষোভ বা সড়ক অবরোধে কোনো বাধা দেননি।

মঙ্গলবার মিরপুরে বিক্ষোভের সময় পোশাকশ্রমিকদের ওপর হামলা হয়েছিল। গতকাল মিরপুর এলাকায় বিক্ষোভরত পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে মাঠে নেমেছিলেন ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে একজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি কয়েকটি গুলিও ছুড়েছিলেন।

মিরপুর এলাকায় আজও কিছু নেতা-কর্মীকে মাঠে দেখা গেছে। তবে আজ তাঁদের কোনো আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়নি। গতকাল মিরপুর অঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাত পৌনে আটটার দিকে তাঁরা সড়ক ছেড়ে যান।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এর মধ্যে ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজ নবম দিনের মতো বিক্ষোভ-সড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকেরা।

টিএইচ