বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মুগদায় বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

নিজস্ব প্রতিবেদক

মুগদায় বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার রাজধানীর মুগদায় মিডলাইন বাসে যাত্রী সেজে আগুন দেয় এক যুবক। তাকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে।

সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সবুজবাগ থানার ওসি শোভন চন্দ্র আমার সংবাদকে বলেন, যাত্রী সেজে দুই যুবক গাড়িতে আগুন দেয়। ঘটনাস্থল থেকে আমরা একজন যুবককে আটক করেছি। আরেকজন পালিয়ে যায়। তাকেও আমরা আটক করার চেষ্টা করছি।

টিএইচ