সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মেট্রোরেলে দৈনিক দেড় কোটি টাকার টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলে দৈনিক দেড় কোটি টাকার টিকিট বিক্রি

প্রতিনিয়ত বেড়েই চলেছে মেট্রোরেলের যাত্রীর সংখ্যা। যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা কম থাকায় কিছুটা অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। তবে তাতেও কমেনি মেট্রোর যাত্রীর সংখ্যা। মেট্রোরেল আপ অ্যান্ড ডাউনে প্রতিদিন গড়ে ১৫২ বার যাতায়াত করে থাকে। ফলে প্রতিটি ট্রিপে গড়ে প্রায় ১ হাজার ছয়শ জন যাত্রী চড়ছে।

এতে একদিনে মেট্রোরেলে গড়ে যাত্রী চড়তে পারে প্রায় দুই লাখ ৩৮ হাজার চারশ ৫৪ জন। এই সকল যাত্রীদের কাছে বিক্রিত টিকিট থেকে প্রতিদিন গড়ে প্রায় দেড় কোটি টাকা আয় আসে। তবে এই আয় দিয়েও মেট্রোরেলের ৬৫ শতাংশ পরিচালনা ব্যয়ও আসছে না বলে দাবি করছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্রের তথ্য মতে, এমআরটি লাইন-৬ বা মেট্রোরেলে দুই লাখ ৩০ হাজারের বেশি এমআরটি পাস বিক্রি হয়েছে। তাছাড়া শুধুমাত্র র‌্যাপিড পাস বিক্রি হয়েছে ৪০ হাজারের বেশি। সব মিলিয়ে প্রায় তিন লাখ কার্ড মানুষের হাতে রয়েছে। যারা প্রতিনিয়ত মেট্রোরেলে যাতায়াত করছেন। এমআরটি পাসে এক থেকে দশ বছর পর্যন্ত মেয়াদি টাকা রিচার্জ করতে পারবে যে কেউ।

যদিও গড়ে প্রতিটি ট্রেনে দিনে ১৬শ জন যাত্রী চলাচল করছে কিন্তু তাতে যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে দুই হাজার তিনশ আটজন।

টিএইচ