বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

যাত্রাবাড়ীর কাজলায় আশিয়ান বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  এ সময় জুয়েল রানা নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।

তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ওমর ফারুক মোটরসাইকেল চালিয়ে ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলেন। জুয়েল রানাও তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওমর ফারুক পলককে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগে জুয়েল রানার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীর কাজলায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনার পর পলককে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আহত আরেক শিক্ষার্থী জুয়েলের চিকিৎসা চলছে।