শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন আগামীতে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের পূর্ণাঙ্গ তালিকা করে এসব পণ্যের দাম বেঁধে দেওয়া হবে। সাপ্লাই চেইন ইম্প্রুভ করে আগামীতে কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা কমপ্লিটলিস্ট তৈরি করব।

রবিবার (১০ মার্চ ) সচিবালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এদিন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয় ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “ইউএইতে (সংযুক্ত আরব আমিরাত) দেখলাম, ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে। এই পণ্যগুলোর দাম কেউ রমজান মাসে বাড়াতে পারবে না।”

টিএইচ