সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাতিল (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত রয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা গণমাধ্যমেক নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

ওসি বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমন একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটল এবং নিহতের পরিচয় কী বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ইএফ