বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজধানীতে বিদেশি মদসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিদেশি মদসহ কারবারি আটক

রাজধানীর গুলশান এলাকা থেকে বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। আটককৃত ব্যক্তির নাম মো. নয়ন হাসান (৪৪)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (১৯ অক্টোবর) রাতে গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে নয়নকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৬৮ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, নয়ন জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে মদের কারবার করে আসছিল। নিজের কাছে এসব মদের বোতল মজুদ রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ্লাই করত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

টিএইচ