বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তাদের কাছ থেকে ৩৭৫ গ্রাম গাঁজা, ৮৭ পিস ইয়াবা ও ১১ গ্রাম ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের নামে থানায় ৮টি মামলা হয়েছে বলেও জানানো হয়।

টিএইচ