বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং সায়েদাবাদ, এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি করে ছয়টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, রাত ৭টা ১৯ মিনিটে নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আর ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পাই আমরা।
কাছাকাছি সময়ে সায়েদাবাদ এলাকায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানান রোজিনা।
এই কর্মকর্তা জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তবে কে আগুন দিয়েছে এবং কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
টিএইচ