সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে সহায়তা দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে সহায়তা দেবে জাপান

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত সংস্কারে প্রয়োজনীয় সহায়তা দিতে জাপান সরকার দেরি করবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় ফুমিও কিশিদা বলেন, ‘আমি আবারও বলতে চাই, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় এলাকার বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

জাপান সরকারের পক্ষ থেকে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনর্গঠনের জন্য আমার আন্তরিক প্রার্থনা করছি।’

জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে পাঠানো পৃথক বার্তায় বলেন, ‘বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় অনেক মূল্যবান প্রাণহানি এবং বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত।’

পররাষ্ট্রমন্ত্রী হতাহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি ক্ষতিগ্রস্ত লোকদের আরোগ্য কামনা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনর্গঠনে আন্তরিক শুভকামনা জানান।

বার্তায় বলা হয়, ‘জাপান সরকার সব সময় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকবে এবং বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’

টিএইচ