বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

র‌সিক নির্বাচনরে সময় জানালেন ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

র‌সিক নির্বাচনরে সময় জানালেন ইসি আলমগীর

নির্বাচন ক‌মিশনার মো. আলমগীর জানিয়েছেন, চল‌তি বছ‌র নভেম্বরের প্রথম সপ্তা‌হেই তফ‌সিল ঘোষণা হ‌বে রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) এর। ডিসেম্বরের শেষ সপ্তা‌হে অথবা আগামী বছ‌রের জানুয়ারির শুরু‌তে নির্বাচন অনুষ্ঠিত হ‌বে।

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও‌য়ে নির্বাচন ভব‌নে নিজ দপ্ত‌রে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি আলমগীর জানান, রংপুরের নির্বাচ‌নের বিষ‌য়ে এখনও আনুষ্ঠানিক কো‌নো সিদ্ধান্ত না হলেও আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দি‌কে নির্বাচন অনুষ্ঠা‌নের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। নির্বাচ‌নের বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক‌মিশন বৈঠ‌কে হ‌বে।


ইএফ