রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শান্তিতে নোবেল জয়ী জাপানি সংগঠনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেল জয়ী জাপানি সংগঠনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

চলতি বছর শান্তিতে নোবেল জয়ী জাপানি সংগঠন নিহন হিদানকিও-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সন্ধ্যায় ড. ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেয়া হয়।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস লেখেন, ‘২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার জন্য নিহন হিডানকিওকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি নিহন হিদানকিয়ো’র অটল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকা যেন কখনো বিস্মৃত না হয়, সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ ও নিরলস প্রচেষ্টা আমাদের একটি নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুপ্রাণিত করে। আপনার সাহস এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ। আবারও আন্তরিক অভিনন্দন।’

এরআগে শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে স্থানীয় সময় বেলা ১১টায় ও বাংলাদেশ সময় বিকাল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে পরমাণু অস্ত্রবিরোধী জাপানি সংস্থা নিহন হিদানকিও নাম ঘোষণা করা হয়।

টিএইচ