বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

শেখ পরিবারের নামে থাকা ৪ নৌযানের নাম পরিবর্তন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি নৌযানের নাম পরিবর্তন করেছে।

সম্প্রতি বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ৪টি নৌযানের নাম পরিবর্তন করে কর্তৃপক্ষের অনুমোদনে ‘এসটি শহীদ আ: রব সেরনাবিয়াত’ এর স্থলে ‘এসটি ইলিশা’, ‘এসটি শহীদ শেখ ফজলুল হক মনি’ এর স্থলে ‘এসটি শৈবাল’, ‘এসটি শহীদ শেখ কামাল’ এর স্থলে ‘এসটি গাংচিল’ এবং ‘এসটি শহীদ সুকান্ত বাবু’ এর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকে, তবে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) এর মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কাছে লিখিত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এরই ধারাবাহিকতায়, এবার রাষ্ট্রীয় মালিকানাধীন এই চারটি নৌযানের নামও পরিবর্তন করা হয়েছে।

টিএইচ