সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সদরঘাট থেকে ছাড়ছে লঞ্চ, যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক

সদরঘাট থেকে ছাড়ছে লঞ্চ, যাত্রী কম

বাংলাদেশ অভ্যন্তরীণ নদীবন্দর রাজধানীর সদরঘাটে নেই হরতালের প্রভাব। বিএনপি-জামায়াত সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও এর কোন প্রভাব দেখা যায়নি  সদরঘাট লঞ্চ টার্মিনালে।

রোববার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় সকাল থেকেই সদরঘাট থেকে লঞ্চ গুলো বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে লঞ্চ গুলো। অন্যান্য দিনের তুলনায় যাত্রী ছিলো কম। তবে এদিন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য লঞ্চ গুলোও আসে যাত্রী বোঝাই করে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল ট্রাফিক সূত্রে জানা যায়, এদিন সকালে দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ২৭টি লঞ্চ সদরঘাটে আসে। এবং সদরঘাট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১৪ টি লঞ্চ ছেড়ে গেছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, হরতালের কোন ঝামেলা নেই সদরঘাটে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সদরঘাট নৌপুলিশ থানার ওসি আবুল কালাম বলেন, সদরঘাটে নির্বিঘ্নে লঞ্চ ও নৌকা চলাচল করছে। কোন সমস্যা নেই। আমাদের অতিরিক্ত ফোর্স ডিউটিতে আছে।

টিএইচ