বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম বিএনপির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশও আলোচনায় অংশ নেবে।

টিএইচ